ভারতে সহকর্মীর মেয়েকে ‘ধর্ষণ’ করল সেনা কর্মকর্তা!

কলকাতা শহরের অন্যতম কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই উঠল ধর্ষণের অভিযোগ। শহরের ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তর অর্থাৎ ফোর্ট উইলিয়ামের ভিতরেই এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বলে পুলিশ জানিয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘটনায় জড়িত ব্যক্তি সেনাবাহিনীরই একজন কর্মী। এবং ধর্ষিতা কন্যাও সেনাবাহিনীর আরেক কর্মীর সন্তান। অভিযুক্ত ব্যক্তি সেনাবাহিনীরই একজন গ্রুপ ডি কর্মচারী।
অভিযুক্তের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের আইন বা পকসো আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। ওই ঘটনার সময় নিজের বাড়িতে একা অবস্থান করছিল সেই সেনা কর্মকর্তার কন্যা।
নাবালিকাকে হেনস্থা ও ধর্ষণ করে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।