‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম শিক্ষককে চলন্ত ট্রেন থেকে ধাক্কা!

জয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় এবার চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো এক মাদ্রাসা শিক্ষককে। এই ঘটনাটি ঘটেছে কলকাতায়। এমনই অভিযোগ করেছেন হাফিজ মোহাম্মদ শাহরুখ হালদার নামের এক মাদ্রাসা শিক্ষক। কট্টরপন্থী হিন্দু সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুরে হুগলি যাওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেনে উঠেছিলেন শাহরুখ। ২৬ বছর বয়সী শাহরুখ বলেন, ‘ট্রেনে কিছু লোকজন চিৎকার করছিল। পাশের কামরায় যে একটা গণ্ডগোল চলছে, তা বোঝা যাচ্ছিল। হঠাৎই ওদের কয়েকজন আমার কামরাতেও চলে আসে। মাথায় টুপি ও দাড়ি দেখেই আমাকে টার্গেট করে।'
শাহরুখের অভিযোগ, 'আমায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে মারধর করে। ওরা আমায় ঘিরে নেয়, জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করতে থাকে।'
তবে জয় শ্রীরাম স্লোগান দিতে চাননি মাদ্রাসা শিক্ষক। যার জেরে মারধর বেড়ে যায়। ট্রেন পার্ক সার্কাস স্টেশনে ঢোকার সময় পালানোর চেষ্টা করেন শাহরুখ। তবে ব্যর্থ হওয়ায় বেধড়ক মারধর করা হয় তাঁকে। এরপর চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ফেলে দেওয়া হয়।
প্ল্যাটফর্মের লোকজন শাহরুখকে উদ্ধার করলে বালিগঞ্জ রেল পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ। ৩৪১, ৩২৩, ৩২৫, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা নিখিল চক্রবর্তী জানিয়েছেন, 'তদন্ত চলছে। স্টেশনগুলোতে নিরাপত্তা বৃদ্ধির বিষয়টিও দেখছে রেল।' এদিকে, কলকাতা পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।
শাহরুখের ভাই সিরাজ হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাই আহত। আপাতত বিশ্রাম নিচ্ছে।’