জুমার নামাজের প্রতিবাদে রাস্তা আটকে বিজেপির ‘হনুমান চালিশা’

গত মঙ্গলবার রাতে বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা কলকাতার হাওড়া রাস্তায় ‘হনুমান চালিশা’ পাঠ করেন। তাদের বক্তব্য, এভাবেই শুক্রবার নমাজ পড়ার জন্য মুসলিমদের রাস্তা আটকানোর প্রতিবাদ করেছে তারা।
বিজেপি যুব মোর্চার স্থানীয় মুখ্য নেতা ওপি সিংহ জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে আমরা দেখেছি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অন্যান্য প্রধান রাস্তা শুক্রবার নমাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হয়। এর ফলে অ্যাম্বুল্যান্সে শুয়ে থাকা রোগী মারা যায়, বাচ্চারা স্কুলে পৌঁছতে পারে না এবং লোকজন ঠিক সময়ে অফিস যেতে পারে না। এটা যত দিন চলবে, আমরা প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরগুলোর কাছে অবস্থিত সব প্রধান রাস্তা বন্ধ করে হনুমান চালিশা পড়ব।’
লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির অভাবনীয় উত্থানের পর থেকে তৃণমূল ও গেরুয়া শিবিরের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তৃণমূল ২০১৪ সালের লোকসভায় ৩৪টা আসন পেয়েছিল। সেখান থেকে কমে গিয়ে এবারের নির্বাচনে তারা পেয়েছে ২২টি আসন।
অন্যদিকে বিজেপি গতবারের দুটি আসন থেকে একলাফে ১৮-তে পৌঁছেছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার বেশ কিছু ঘটনা ঘটেছে।