ধর্ষণে বাধা দেওয়ায় মা-মেয়েকে...

ধর্ষণে বাধা দেওয়ায় মা-মেয়েকে অমানুষিক নির্যাতন করেছে একদল বখাটে যুবক। একপর্যায়ে তাঁদের মাথা কামিয়ে সারা গ্রাম ঘোরানোরও অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ভারতের বিহার রাজ্যে একদল বখাটে যুবক মা-মেয়ের মাথা কামিয়ে তাঁদের সারা গ্রাম ঘুরিয়েছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি আরো জানায়, ওই বখাটে যুবকরা আক্রান্ত নারীর বাড়িতে হামলা চালায় এবং মা-মেয়েকে ধর্ষণ করতে চায়। তবে ওই নারীরা ধর্ষকদের বাধা দিলে তাঁদের ওপর চড়াও হয় বখাটে যুবকরা। পরে তাঁদের পিটিয়ে আহত করে এবং মাথার চুল কামিয়ে দেয়।
‘আমাদের লাঠি দিয়ে পিটিয়েছে ওরা। পেটানোর কারণে আমাদের সারা শরীরে জখম হয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের গ্রামবাসীর সামনে অপমান করে মাথা কামিয়ে দিয়েছে,’ বলেন আক্রান্ত মা।