ভারতের পুনেতে দেয়ালে ধসে ১৫ জন নিহত

ভারী বৃষ্টির কারণে ভারতের পুনেতে শুক্রবার দিবাগত রাতে একটি আবাসিক ভবনের দেয়াল ধসে অন্তত ১৫ জন নিহত ও বহু আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু ও একজন নারী। তবে এখনো তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১.৪৫ মিনিটে পুনের কুন্ধা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।
খবরে বলা হয়, এই এলাকায় টানা ভারী বর্ষণের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর থেকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভারী বর্ষণের কারণে দেয়ালটি ধসে পাশের একটি বস্তির ওপর গিয়ে পড়ে। দেয়ালটি যখন ধসে পড়ে তখন বস্তির লোকজন ঘুমিয়ে ছিল।