‘আঙুর ফল টক’: প্রিয়াঙ্কাকে কটাক্ষ করলেন যোগী

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে এবার কটাক্ষ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যোগীকে আক্রমণ করেছিলেন প্রিয়াঙ্কা। কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, উত্তর প্রদেশে অপরাধীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এর উত্তরেই প্রিয়াঙ্কাকে কটাক্ষ করলেন যোগী।
সংবাদসংস্থা এএনআইকে যোগী বলেন, ‘এটা হলো টক আঙুরের ব্যাপার। তাঁর দলের সভাপতি উত্তর প্রদেশে হেরে গেছেন। এখন শিরোনামে থাকার জন্য দিল্লি, ইতালি বা ইংল্যান্ড থেকে যা ইচ্ছে মন্তব্য করতে হচ্ছে।’
নাম উল্লেখ না করলেও যোগীর ইঙ্গিত ছিল রাহুল গান্ধীর দিকে। অমেঠী থেকে এবার নির্বাচনে জিততে পারেননি রাহুল। গত তিনবারের বিজয়ী কংগ্রেস সভাপতিকে হারিয়ে দেন স্মৃতি ইরানি।
রাহুলের বোন প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন গত ফেব্রুয়ারিতে। পূর্ব-উত্তর প্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদকের পদে আসীন হন তিনি। পশ্চিম-উত্তর প্রদেশে একই দায়িত্বে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিপরীতে নির্বাচনে দাঁড়ানোর কথা উঠেছিল প্রিয়াঙ্কার। কিন্তু রাহুল সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়ে দেন, প্রিয়াঙ্কা দলকে উত্তর প্রদেশের পরবর্তী বিধানসভা নির্বাচনের জন্য তৈরি করার দায়িত্বে রয়েছেন।
উত্তর প্রদেশে কংগ্রেসের অবস্থা খুবই শোচনীয়। এবারের নির্বাচনে সোনিয়া গান্ধী এই রাজ্যে কংগ্রেসের একমাত্র সাংসদ।
লোকসভায় ভরাডুবির পরে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। গত সপ্তাহে, জেলের মধ্যে দুই অপরাধীর হাতে ‘বন্দুক’ নিয়ে ঘোরাফেরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি।
প্রিয়াঙ্কা টুইটে লেখেন, ‘গোটা উত্তর প্রদেশে অপরাধীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। যা ইচ্ছে করছে। অপরাধমূলক ঘটনা হয়েই চলেছে। অথচ বধির বিজেপি সরকার সেটা শুনতেই পাচ্ছে না। উত্তর প্রদেশ সরকার কি অপরাধীদের কাছে আত্মসমর্পণ করেছে?’