মুসলিম যুবকদের ‘গলা কাটার’ হুমকি দিলেন বিজেপি এমপি!

মুসলিম যুবকদের গলা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের আদিলাবাদ থেকে নির্বাচিত বিজেপির সংসদ সদস্য সোয়ম বাপু রাও। তার এমন অসংলগ্ন বক্তব্যের পর তোলপাড় শুরু হয়েছে হায়দরাবাদ ও আদিলাবাদে।
এ ঘটনায় ইন্ডিয়ান পেনাল কোডের ৫০৬ ও ২৯৪ ধারায় সোয়ম বাপুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদমাধ্যম নিউজ১৮ এর খবরে বলা হয়, এক আদিবাসী নারীর ওপর মুসলিম যুবকের নিপীড়নের অভিযোগ এনে মুসলিম যুবকদের গলা কেটে ফেলার হুমকি দেন বিজেপির এই সংসদ সদস্য।
তবে বিতর্কিত এমন বক্তব্যের জন্য সোয়ম বাপু রাওকে ক্ষমা চাওয়ার আহ্বান আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদিজ খান।
প্রসঙ্গত, বাপু রাও বিজেপিতে এ বছরই যোগ দিয়েছেন। এর আগে ২০১৪ সালে তিনি টিআরএসের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে লোকসভা নির্বাচনে লড়ার জন্য কংগ্রেসের টিকিট চান বাপু রাও। কংগ্রেস আদিলাবাদ থেকে অন্য প্রার্থীকে মনোনীত করায় পরই বিজেপিতে যোগ দেন তিনি।