‘বাংলা’ হলো না পশ্চিমবঙ্গ, ক্ষুব্ধ হলেন মমতা

পশ্চিমবঙ্গের নাম বদল করে ‘বাংলা’ রাখার প্রস্তাবে সাড়া দিল না ভারতের কেন্দ্রীয় সরকার। আজ বুধবার দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বের সময় এ কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা হচ্ছে না বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।
এ ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় অসন্তোষ জানিয়ে এরই মধ্যে দিল্লিতে ফোন করেছেন তিনি। রাজ্য সরকারের পক্ষে কেন্দ্রকে চিঠি দেওয়া হবে বলেও জানা যায়।
২০১৬ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বদল করার প্রস্তাব গৃহীত হয় রাজ্যের বিধানসভায়। সর্বদল-মত নির্বিশেষে রাজ্যের 'পশ্চিমবঙ্গ' নাম বদলে নতুন নাম রাখার বিষয়ে সম্মতি জানায়। বাংলা, ইংরেজি ও হিন্দি তিনটি ভাষায় তিনটি নাম বাছাই করা হয়। যার মধ্যে নাম তিনটি ছিল, বঙ্গ, বেঙ্গল ও বঙ্গাল। কিন্তু রাজ্যের সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কেন্দ্র। পৃথক পৃথক নাম নয়। তিনটি ভাষাতেই এক নাম হতে হবে বলে রাজ্যকে জানায় কেন্দ্র।
এরপরই রাজ্য সরকার রাজ্যের নাম তিন ভাষাতেই ‘বাংলা’ রাখার সিদ্ধান্ত নেয়। সর্বসম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে নাম বদলের সেই প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠায় রাজ্য। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যের নাম ‘বাংলা’ করার বিষয়ে সায় দেয়নি কেন্দ্র। এই নিয়ে তিনবার রাজ্যের নাম বদলের প্রস্তাব ফেরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' করার প্রস্তাব খারিজ করার ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেশী বাংলাদেশের কথা উল্লেখ করেছ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, রাজ্যের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানেও নামে 'বাংলা' রয়েছে। ফলে তা সমস্যা তৈরি করতে পারে। যদিও কেন্দ্রের যুক্তি মানতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। পাঞ্জাবের উদাহরণ তুলে ধরে পাল্টা প্রশ্ন করেছে রাজ্য সরকার। রাজ্যের যুক্তি, পাকিস্তানেও 'পাঞ্জাব' নামে একটি প্রদেশ রয়েছে। আবার এদিকে ভারতেও 'পাঞ্জাব' নামে রাজ্য রয়েছে। তাতে যদি কোনো সমস্যা না হয়ে থাকে, তবে এ ক্ষেত্রে সমস্যা হওয়ার আশঙ্কা অযৌক্তিক। কারণ, পড়শি দেশের সম্পূর্ণ নাম বাংলাদেশ। রাজ্যের নাম বদলের প্রস্তাব বারবার খারিজের বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, 'পশ্চিমবঙ্গ' নামটি ইংরাজিতে 'ওয়েস্ট বেঙ্গল' হওয়ায় বিভিন্ন সরকারি ক্ষেত্রে পরে সুযোগ পায় রাজ্য। কারণ, ওয়েস্ট বেঙ্গল নামের কারণে ‘ডব্লিউ’ আদ্যাক্ষর হওয়ায় ক্রমানুসারে নিচের দিকে থাকে পশ্চিমবঙ্গের অবস্থান। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ হলে তখন ইংরেজিতে নাম শুরু হবে ‘বি’ দিয়ে।