গ্রামের জঙ্গল থেকে ধরা হলো ১১ ফুট লম্বা শঙ্খচূড়

ভারতের ওড়িশা রাজ্যের একটি গ্রাম থেকে ১১ ফুট লম্বা একটি শঙ্খচূড় (কিং কোবরা) সাপ উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
স্নেক হেল্পলাইন নামের ওই প্রতিষ্ঠানের সদস্যরা গত মঙ্গলবার ওড়িশার মালকানগিরি শহরের একটি গ্রামের জঙ্গল থেকে ২৫ কেজি ওজনের বিশালাকার গোখরো সাপটি উদ্ধার করেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই উদ্ধারকৃত সাপটিসহ স্নেক হেল্পলাইনের সদস্যদের কয়েকটি ছবি টুইট করেছে।
Odisha: Members of Snake Helpline rescue a rare 11 feet long Snake weighing around 25 kg, from MPV-23 village under Kalimela Block of Malkangiri District on July 9. pic.twitter.com/k7Tq6TsHHi
— ANI (@ANI) July 11, 2019
এ ছাড়া স্থানীয় টিভি চ্যানেল ওড়িশা টিভির ইউটিউব চ্যানেলে সাপটি ধরার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ওড়িশার বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝেই এমন বিষধর কিং কোবরা ধরার খবর পাওয়া যায়।
শঙ্খচূড় হলো পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ। এই সাপের দৈর্ঘ্য সর্বোচ্চ সাড়ে ১৮ ফুট পর্যন্ত হতে পারে। শঙ্খচূড় মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন বনাঞ্চলজুড়ে দেখা যায়। মজার ব্যাপার হলো, সাপটির ইংরেজি নামে ‘কোবরা’ শব্দটি থাকলেও এটি গোখরা সাপ নয়। শঙ্খচূড় সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ।