শিশু যৌন নির্যাতন : আইনে মৃত্যুদণ্ড আনল ভারত

ভারতে শিশুদের ওপর যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি থেকে রক্ষায় বিদ্যমান আইন আরো কঠোর করেছে মোদি সরকার।
চলতি সপ্তাহে আইনটিতে সংশোধন এনে শিশুদের ওপর যৌন নির্যাতনের শাস্তি ২০ বছরের কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে।
সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস তাদের এক খবরে জানায়, ভারতে শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন নির্যাতন ঠেকাতে সরকার আইনটিতে মৃত্যুদণ্ডের বিধান রেখেছে।
সেইসঙ্গে সরকার প্রথমবারের মতো শিশু পর্নোগ্রাফির সংজ্ঞা নির্ধারণ করেছে এবং শাস্তি আরো কঠিন করে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড রেখেছে।
আইনে শিশুদের যৌন সম্পর্কের জন্য পরিণত করে তুলতে হরমোন বা কেমিক্যালথেরাপি নিষিদ্ধ করা হয়েছে।
যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা শীর্ষক ২০১২ সালের এ আইনে বলা হয়েছে, ১৮ বছরের নিচে যে কেউ শিশু হিসেবে গণ্য হবে।