বিফ স্যুপ খাওয়ার অভিযোগে যুবককে বেধড়ক মারধর

বিফ স্যুপ খাওয়ায় ভারতের তামিলনাডু রাজ্যে এক মুসলিম যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় একটি হিন্দুত্ববাদী সংগঠনের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের কাছে অভিযোগে বলা হয়েছে, রাজ্যের নাগাপত্তিনমের বাসিন্দা মহম্মদ ফৈজান গত ৯ জুলাই একটি রেস্তোরাঁয় স্যুপ খান। তারপর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তাতে তিনি একে ‘বিফ স্যুপ’ বলে উল্লেখ করেন। বিষয়টি হিন্দুত্ববাদী সংগঠন ‘তামিলনাডু হিন্দু মাক্কাল কাটচি’র সদস্যদের নজরে এলে ফৈজানের উপর হামলা চালানো হয়।
মহম্মদ ফৈজান অভিযোগ করে বলেন, ছবি পোস্ট দেওয়ার পর হিন্দু মাক্কাল কাটচি দলের সদস্যদের সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। তিনি ভেবেছিলেন বিষয়টি সেখানেই মিটে গেছে।
‘কিন্তু তারপরই তাঁরা আমার বাড়ি গিয়ে আমার উপর হামলা চালায়। আমাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে আমি মাটিতে পড়ে যাই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়’, যোগ করেন ফৈজান।
পরে ঘটনাটি ফৈজান ও তাঁর পরিবার পুলিশকে জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দীনেশ কুমার, গণেশ কুমার ও মোহন কুমারসহ মোট চার যুবককে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।