‘নর্দমা ও টয়লেট পরিষ্কার করার জন্য সাংসদ নির্বাচিত হইনি’

তিনি নর্দমা ও টয়লেট পরিষ্কার করার জন্য সাংসদ নির্বাচিত হননি। ভারতের মধ্যপ্রদেশের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর এই কথা জানিয়ে দিলেন তার দলীয় কর্মীদের। প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়া প্রজ্ঞার এমন মন্তব্যকে অনেকেই উদ্ধত ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের বিপরীতমুখী অবস্থান বলে মনে করছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভোপাল লোকসভার অন্তর্গত সেহোর এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রজ্ঞা বলেন, ‘আমরা আপনাদের নর্দমা পরিষ্কার করার জন্য নির্বাচিত হইনি, ঠিক আছে? আমরা আপনাদের টয়লেট পরিষ্কার করার জন্য নির্বাচিত হইনি, দয়া করে এটা বুঝুন। যে কাজের জন্য আমি নির্বাচিত হয়েছি, তা আমি সততার সঙ্গে করব। এ কথা আমি আগেও বলেছি এবং এ কথা আমি আবারও বলব।’
প্রজ্ঞা দলীয় সদস্যদের আরো বলেন, ‘একজন সাংসদের কর্তব্য স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সংযোগ রেখে লোকসভা কেন্দ্রের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করা, যার মধ্যে স্থানীয় বিধায়কও রয়েছেন, রয়েছেন পৌরসভার কাউন্সিলররাও। আমাকে যখন তখন ফোন না করে আপনাদের স্থানীয় ইস্যু ও কাজের সমাধান করান স্থানীয় প্রতিনিধিকে দিয়ে।’
এক বিজেপি কর্মী তার এলাকার স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে প্রজ্ঞাকে বললে তিনি এই প্রতিক্রিয়া দেখান।
২০০৮ মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর নির্বাচনের আগে প্রচারের সময় নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার মধ্যে অন্যতম মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলা। তার এমন মন্তব্য অস্বস্তিতে ফেলেছিল নরেন্দ্র মোদিকেও।