ডাইনি অপবাদ দিয়ে চারজনকে পিটিয়ে হত্যা

ভারতের ঝাড়খণ্ডে গণপিটুনির শিকার হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার নগর সিসকারি গ্রামে ডাইনি অপবাদ দিয়ে চার বৃদ্ধ-বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন সুনা ওরাওঁ (৬৫), চাম্পা ওরাওঁ (৭৯), পাগনি ওরাইনী (৬০), ও পিরু ওরাইনী (৭৪)। এরা সবাই পাশাপাশি থাকতেন।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আজ সোমবার ১০ জনকে গ্রপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ১০ থেকে ১২ জন ওই বৃদ্ধ-বৃদ্ধাদের ঘর থেকে টেনে বের করে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করা হয়। সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়। চারজন ঘটনাস্থলেই নিহত হয়।
সুনা ওরাওঁয়ের মেয়ে তদন্তকারী অফিসারদের জানিয়েছেন, শনিবার রাতে তাদের ঘরে দরজা ভেঙে ঢুকে পড়ে কয়েক জন। তার বাবাকে টেনে বার করে তারা। তার পর তাদের বাইরে থেকে বন্ধ করে চলে যায়। যারা এসেছিল তারা তাদের পরিচিত নয় বলে সুনার মেয়ে দাবি করেছেন।