কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত

ভারত কখনো কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে চলা বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থতার অনুরোধ করেনি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে ‘এ রকম কোনো অনুরোধ’ জানানো হয়নি। এটিকে কেবল ভারত-পাকিস্তানের ‘দ্বিপক্ষীয় আলোচনার বিষয়’ বলে উল্লেখ করে তারা।
গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎকালে ট্রাম্প দাবি করেন, দুই সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতার অনুরোধ জানান।
হোয়াইট হাউসের অনুলিপির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প ও ইমরান খান বিভিন্ন প্রসঙ্গে কথাবার্তা বলেন। এরই একপর্যায়ে ৭০ বছর ধরে চলা বিতর্কিত কাশ্মীর সমস্যা নিরসনে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রত্যাশা করেন ইমরান খান।
ইমরান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলা সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্রই ভারত-পাকিস্তানকে (কাশ্মীর সংকটে) একত্র করতে পারে।’
এর উত্তরে ট্রাম্প বলেন, “দুই সপ্তাহ আগে আমি আর (ভারতের) প্রধানমন্ত্রী মোদি সাক্ষাৎ করেছিলাম, সে সময় আমরা এ ব্যাপারে আলাপ করি। তিনি আমাকে বলেন, ‘আপনি কী একটা সালিশ করতে আগ্রহী?’”
“আমি বললাম, কোথায়? মোদি বলেন, ‘কাশ্মীর; বহু বছর ধরে এটা (কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব) চলছে। আমি বললাম, যদি আমি এ ব্যাপারে কোনো কাজে আসি, তাহলে তা করতে আমার ভালো লাগবে,” যোগ করেন ট্রাম্প।
#WATCH Washington DC: Pakistan PM Imran Khan and US President Donald Trump reply to journalists when asked on Kashmir. pic.twitter.com/UM51rbsIYF
— ANI (@ANI) July 22, 2019
পাকিস্তান কাশ্মীর সংকট সমাধানে তৃতীয় পক্ষকে স্বাগত জানালেও ভারত এটিকে দ্বিপক্ষীয় বলে অভিহিত করেছে। ট্রাম্পের বক্তব্যের পরপরই এ ইস্যুতে ভারত নিজের অবস্থান ব্যাখ্যা করে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার টুইটারে এক পোস্টে লেখেন, ‘আমরা সংবাদেমাধ্যমে মিস্টার ট্রাম্পের মন্তব্য দেখেছি। (ভারতের পক্ষ থেকে) এ রকম কোনো অনুরোধ জানানো হয়নি। পাকিস্তানের সঙ্গে ভারত দ্বিপক্ষীয়ভাবে সব ব্যাপার মোকাবিলা করতে প্রতিজ্ঞ। সীমান্ত পেরিয়ে সন্ত্রাস বন্ধের মধ্য দিয়েই কেবল পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে।’
ভারতের আরেক রাজনীতিবিদ শশী থারুর কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘তিনি (ট্রাম্প) কী নিয়ে কথা বলছেন, সে ব্যাপারে তাঁর বিন্দুমাত্র ধারণা নেই। হয় তাঁকে মোদির কথা ভালো করে ব্যাখ্যা করা হয়নি অথবা তিনি তাঁর কথা বোঝেননি।’
I honestly don't think Trump has the slightest idea of what he's talking about. He has either not been briefed or not understood what Modi was saying or what India's position is on 3rd-party mediation. That said, MEA should clarify that Delhi has never sought his intercession. https://t.co/DxRpNu6vw2
— Shashi Tharoor (@ShashiTharoor) July 22, 2019
ভারত ও পাকিস্তান দুদেশই সমগ্র কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। যদিও বাস্তবে উভয় দেশই এ অঞ্চলের দুটি অংশ নিয়ন্ত্রণ করে। মুসলিম অধ্যুষিত কাশ্মীর নিয়ে এ দুই দেশ এরই মধ্যে দুবার যুদ্ধে জড়িয়ে পড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও কাশ্মীর ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৯৮৯ সাল থেকে নিয়মিত সংঘর্ষে কাশ্মীরে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।