শিশুপুত্রকে চারতলা থেকে ফেলে দিল মা!

জন্ডিসে আক্রান্ত তিন মাস বয়সী শিশু পুত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর শিশুটির দেখাশুনা করার জন্য কয়েকদিন ধরে হাসপাতালে অবস্থান করছিল শিশুটির মা। কিন্তু সেই মা অবশেষে শিশুটিকে হত্যা করেছে। তাও আবার হাসপাতালের চারতলা থেকে জানালা দিয়ে শিশুটিকে ছুড়ে ফেলে দিয়ে।
নির্মম এই ঘটনা ঘটেছে ভারতের লখনউ শহরের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে। শিশুটি তাড়াতাড়ি সুস্থ হচ্ছিল না তাই তাকে হাসপাতালের চারতলা থেকে ফেলে দেয় শিশুটির মা।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সোমবার রাতে হাসপাতালের বারান্দায় ওই নারীর স্বামী এবং দেবর ঘুমাচ্ছিল। আর সেই সুযোগে শিশুটিকে ফেলে দেয় ওই নারী।
ফেলে দেওয়ার পর ওই নারী নিজেই গিয়ে পুলিশের কাছে অভিযোগ করে যে তার ছেলেকে হাসপাতালকর্মীরা নিয়ে বিক্রি করে দিয়েছে। তবে সিসিটিভির ফুটেজে দেখা যায় ওই নারী নিজেই শিশুটিকে চারতলা থেকে ফেলে দেয়।
এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করেছে।