ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ

আত্মহত্যা করবেন বলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেয় এক তরুণ। পোস্টটি দেখা মাত্রই ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের আত্মহত্যা ঠেকায় কলকাতা পুলিশ।
পুলিশের বরাত দিয়ে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানায়, সোমবার রাতে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে একটি ই-মেইল আসে কসবা থানায়। ওই ই-মেইলে বলা হয় এক তরুণ আত্মহত্যা করবে বলে ফেসবুকে পোস্ট দিয়েছে।
ফেসবুকের করা সেই ই-মেইলে লেখা ছিল, তারা (ফেসবুক কর্তৃপক্ষ) জানতে পেরেছে কলকাতা থেকে একজন ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। পোস্টে সেই তরুণ লিখেছে, সে আত্মহত্যা করতে যাচ্ছে। মেইলটি পাওয়া মাত্রই আত্মহত্যা রুখতে তৎপর হয় পুলিশ।
কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা এবং সাইবার সিকিউরিটি সেল ওই তরুণের ফেসবুক প্রোফাইল থেকে আইপি অ্যাড্রেস ট্র্যাক করার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে।
তারপর পিকনিক গার্ডেন নামক এলাকায় থাকা ওই তরুণের কাছে ছুটে যায় তারা এবং তরুণকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়ে দেয়।
জানা যায়, ওই তরুণ বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। ব্যক্তিগত বিভিন্ন কারণের পাশাপাশি ওই যুবকের পারিবারিক সমস্যাও রয়েছে। মাঝে কয়েক দিন বাড়ি ছেড়ে চলেও গিয়েছিল সে। ঠিক কী কারণে আত্মহত্যা করতে চেয়েছিল ওই যুবক, সে ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।