কর্ণাটকে আস্থা ভোটে কংগ্রেস জোট সরকারের পতন

ভারতের কর্ণাটক বিধানসভায় আজ মঙ্গলবার আস্থা ভোটে হারায় পতন হয়েছে কংগ্রেস ও জেডিএসের জোট সরকারের।
আস্থা ভোটে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারলেন না মুখ্যমন্ত্রী কুমারস্বামী। জয় হলো ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন বিজেপির।
৯৯টি ভোট পড়েছে কংগ্রেস ও জেডিএসের পক্ষে। অন্যদিকে বিজেপি পেয়েছে ১০৫টি ভোট। প্রসঙ্গত, শনিবার পর্যন্ত আস্থা ভোটে গড়িমসি করছিলেন খোদ স্পিকার। কিন্তু সোমবার তিনি নিজেই আস্থা ভোট করানোর নির্দেশ দেন সরকার পক্ষকে। জানিয়ে দেওয়া হয় সন্ধ্যা ৬টার মধ্যে অনাস্থা প্রস্তাবে যাবতীয় আলোচনা শেষ করে ভোটাভুটির ব্যবস্থা করতে হবে।
মঙ্গলবার কংগ্রেসের পরিষদীয় নেতা সিদ্দারামাইয়া হুঁশিয়ারির সুরে জানান, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কোনোভাবেই তাদের ফেরত নেওয়া হবে না। শেষে মঙ্গলবার সন্ধ্যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী জানান, ক্ষমতা কখনোই স্থায়ী হয় না। তিনি আস্থা ভোটকে ভয় পান না। তাই তিনি ভোটের জন্য তৈরি।
এর পরই আস্থা ভোট শুরু হয়। অনাস্থার প্রস্তাব পেশ হয় বিধানসভায় এবং জল্পনা মতোই ধ্বনিভোটে সমর্থন জোটাতে ব্যর্থ হন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী
আগামী দুদিনের মধ্যেই রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের প্রস্তাব পেশ করবে বিজেপি। ফলে কর্ণাটকের মসনদে বসতে চলেছেন ইয়েদুরাপ্পা। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি।
আস্থা ভোটে জয়ের পর ইয়েদুরাপ্পা জানান, ‘এটা গণতন্ত্রের জয়। কর্ণাটকের মানুষ এই সরকারের জন্য নাজেহাল হয়ে উঠেছিল। আমরা কর্ণাটকের মানুষের জন্য কাজ করতে তৈরি আছি।’