ছেলেধরা সন্দেহে ভারতে রূপান্তরকামীকে পিটিয়ে খুন

এক রূপান্তরকামীকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতের জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায়।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সোমবার জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা দেবাশিস চক্রবর্তী বলেন, ‘আমরা আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। সেখানে কোনো শিশু অপহরণের ঘটনা ঘটেনি। এসবই লোকের ছড়ানো গুজব।'