ভারতে বাংলাদেশি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ভারতে পড়তে আসা এক বাংলাদেশি ছাত্রের অস্বভাবিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহত ওই ছাত্রের নাম আজিজুল ইসলাম (২০)।
হিমাচল প্রদেশের শিমলার এ পি গয়াল বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)-এর ছাত্র ছিলেন আজিজুল।
মঙ্গলবার ক্যাম্পাসের পাশেই ভাড়া বাসায় আজিজুলের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়।
আজিজুলের সহপাঠীরা জানায়, নিহত আজিজুলের বাড়ি বাংলাদেশের রংপুরের তারাগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সহিদুল ইসলাম।
এ ব্যাপারে শিমলার পুলিশ সুপার উমাপতি জামওয়াল বাংলাদেশি ছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিষয়টি আরো পরিষ্কার হবে।‘ তিনি আরো জানান, ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারা অনুযায়ী একটি অস্বভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে নিহত ছাত্রের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনকেও জানানো হয়েছে।