তিন তালাক রোধে বিল পাস লোকসভায়, ওয়াক আউট বিরোধীদের

তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করতে বিল পাস হয়ে গেল ভারতের লোকসভায়। স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়া অর্থাৎ তিনবার তালাক শব্দটি উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদ রোধ করতে বিলটি বৃহস্পতিবার লোকসভায় পাস হয়।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিলটিকে কেন্দ্র করে সংসদের নিম্মকক্ষে ব্যাপক হট্টগোল হয়। লোকসভায় বিলটি পাস করার মতো যথেষ্ঠ সংখ্যা ছিল কেন্দ্রীয় সরকারের। এই বিলটির ফলে সমাজে ‘বিশ্বাসের ঘাটতি তৈরি হবে’, এই যুক্তিতে বিলটির বিরোধিতা করে ওয়াক আউট করে এনডিএর শরিক নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড।
বিলটি পেশ করে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, বিলটি লিঙ্গ সাম্যতা সম্পর্কিত।
বিলটি পেশ করে তিনি প্রশ্ন করেন, পাকিস্তান ও মালয়েশিয়াসহ বিশ্বের মোট ২০টি মুসলিম দেশ তিন তালাক নিষিদ্ধ করেছে। ধর্মনিরপেক্ষ ভারতে কেন হবে না?
বিলে স্বামীদের কারাবাসের সাজা আরো মজুবত করার বিরোধিতা করে বিরোধীরা। বরং পাল্টা বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায় তারা। পাশাপাশি বিলটিকে দ্রুত পাস করানো নিয়ে সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে বিরোধী দলগুলো।