গরুর গোবর দিয়ে পরিবেশ বান্ধব গণপতি মূর্তি

ভারতের তেলেঙ্গানা রাজ্যে গরুর গোবর দিয়ে পরিবেশ বান্ধব গণপতি মূর্তি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সেখানকার এক কারিগর। রাজা গোসামহলের বিধায়ক রাজা সিং তার কার্যালয়ে গত মঙ্গলবার সেই মূর্তি সবার দেখার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায়, এক সাক্ষাৎকারে রাজা সিং বলেন, গরুর গোবর খুবই উপকারি জিনিস। এ ছাড়া সরকারকেও গোবরের উপকারিতা কথা বলেছেন তিনি।
রাজা সিং আরো বলেন, ‘যদি গণপতি মূর্তি বানাতে গোবর ব্যবহার করা হয় তবে তা আমাদের চারপাশ পরিষ্কার রাখতে সাহায্য করবে। এ ছাড়া গোবর দিয়ে মূর্তি বানালে কেমিক্যালের ব্যবহার কম হবে এবং পরিবেশ দূষিত হবে না।’
গোবর দিয়ে গণপতি মূর্তি বানানো একটি মহান সৃষ্টি উল্লেখ করে রাজা সিং বলেন, বিরামগুডার পঞ্চগাভা রিসার্চ সেন্টার থেকে গোবর পরীক্ষা নিরীক্ষা করে তা মূর্তি বানানোর জন্য নেওয়া হয়।