প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই। শহরের বিভিন্ন জায়গায় যেমন পানি জমেছে, তেমনি পানি উঠেছে রেললাইনের ওপরেও। প্রায় দুই হাজার যাত্রী নিয়ে আটকা পড়েছে মুম্বাই কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস। আটকেপড়া যাত্রীদের উদ্ধারে পাঠানো হয়েছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দলকে। ভারতীয় বিমানসেনা এবং নৌসেনাকেও সেখানে পাঠানো হয়েছে। আটকেপড়া যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার নামানো হতে পারে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রীদের উদ্ধারে তিনটি নৌকা পাঠানো হয়েছে।
মুম্বাই কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস যেখানে আটকা পড়েছে, সে জায়গাটি হলো বদলাপুর ও ওয়াঙ্গানির মধ্যবর্তী এলাকায়। মুম্বাই থেকে বদলাপুরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। আপাতত এ লাইনে ট্রেন চলাচল বন্ধের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় রেলওয়ে। ট্রেনটি যেখানে আটকা পড়েছে, সেখানে প্রথমে যায় আরপিএফ ও সিটি পুলিশ। তারা আটকেপড়া যাত্রীদের মধ্যে বিস্কুট ও খাওয়ার পানি বিলি করে।
কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন ট্রেন থেকে নেমে না পড়েন। আরপিএফ ও সিটি পুলিশ তাঁদের সবরকম দেখভালের জন্য রয়েছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে অবিরাম বৃষ্টিতে বাণিজ্যনগরী মুম্বাইয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই অবস্থা শহরতলীরও। মহারাষ্ট্রজুড়েই বৃষ্টি চলছে। এদিন সকালে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১টি বিমান বাতিল করা হয়।
উল্লেখ্য, অতি ভারি বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হলো মুম্বাইতে। গতকাল শুক্রবারের ভারি বৃষ্টিতে পানি থইথই অবস্থা। মুম্বাইয়ের বহু অঞ্চলে শুক্রবার সন্ধ্যার পর থেকে শহরের গতি কমে গেছে। সময় যত এগিয়েছে ততই বৃষ্টির জোর বেড়েছে। বেহাল হয়েছে শহরের জনজীবন। মুম্বাইয়ের জুহু, তারা রোড, লিংক রোডসহ একাধিক রাস্তা পানিতে তলিয়ে গেছে। রাত পর্যন্ত বিস্তীর্ণ এলাকার রাস্তাজুড়ে দেখা গেছে লম্বা যানজট।
এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ শনিবার পরিস্থিতি আরো জোরালো হতে পারে। ভারি বৃষ্টি তো থাকবেই, পাশাপাশি ৭০ কিলোমিটারের বেশি জোরে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের পুরোনো বাড়িগুলো থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে।