হজে গেলেন ১০১ বছর বয়সী আত্তার বিবি

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেলেন ১০১ বছর বয়সী বৃদ্ধা আত্তার বিবি হোসাইন। ভারতের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা আত্তার বিবি বিমানবন্দরে নামার পর তাঁকে অভ্যর্থনা জানায় স্থানীয় আরবীয়রা।
সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, আত্তার বিবিই এ বছর সবচেয়ে বেশি বয়সী হজ পালনে গমনকারী ভারতীয়।
৬০ বছরের এক ছেলে ও ৫৮ বছরের এক মেয়েকে সফরসঙ্গী করে ইতিমধ্যে পবিত্র নগরী মদিনায় গিয়ে পৌঁছেছেন তিনি। এখন পর্যন্ত তিনি সুস্থ্য রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
এমন শতবর্ষীকে সম্মান জানাতে মদিনায় অবস্থিত প্রিন্স আব্দুল আজিজ বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে স্থানীয় আরবীয়রা।
প্রসঙ্গত প্রতি বছর শাওয়াল মাস থেকে জিলহজ মাস পর্যন্ত হজব্রত পালনে সারাবিশ্ব থেকে মুসলমানরা পবিত্র নগরী মক্কা ও মদিনায় জড়ো হন।
জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত সুনির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের মাধ্যমে পালন করা হয় এ হজ।
সে হিসাবে আগামী ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে এ বছরের হজের কার্যক্রম।