সিকিমের পাহাড়ি জঙ্গলে সুন্দরবনের বেঙ্গল টাইগার!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিকিমের পাহাড়ি জঙ্গলে দেখা মিলল বেঙ্গল টাইগারের। উত্তর সিকিমের লাচেনের গামথাংপু এলাকায় দেখা গেল হলদে-কালো ডোরাকাটা বাঘ। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬০০ মিটার উচ্চতায় দেখা গেছে এই বেঙ্গল টাইগারকে।
The Original Visuals Of Royal Bengal Tiger Roaming In Forest Sighted and Captured In Forest Camera Traps In North Sikkim Gamtang GPU Naga Area.
Pic State Forest Dept , GOS #royalbengaltiger pic.twitter.com/P5fqKpZfME
— The Voice of Sikkim (@voiceofsikkim) July 28, 2019
ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, গামথাংপু এলাকায় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। সে ট্র্যাপ ক্যামেরাতেই বাঘের ছবি ধরা পড়ে। গত কয়েক বছরে এ এলাকায় বাঘ দেখা যাওয়ার কথা শোনা গেলেও এবারই প্রথম বাঘের ছবি দেখা গেল। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন থেকে বাঘটি সিকিমে যেতে পারে। বাঘেরা স্বভাববশতই নিজেদের জায়গা বদলায়। এ ছাড়া পাহাড়ের পরিবেশ বাঘের জন্য অনুকূল।