‘এক থা টাইগার’ থেকে ‘টাইগার জিন্দা হ্যায়’ যথেষ্ট নয় : মোদি

ভারতে বাঘরা ভালোই আছে, সোমবার আন্তর্জাতিক বাঘ দিবসে এ কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে বাঘের সংখ্যা এখন প্রায় তিন হাজার জানিয়ে ২০১৮ সালে ভারতের বাঘ সমীক্ষা অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্ট প্রকাশ করেন নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাঘশুমারি অনুযায়ী দেশটিতে বেড়েছে বাঘের সংখ্যা। ২০১৪ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল দুই হাজার ২২৬টি। আর চার বছর পরে ২০১৮ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৬৭টি। আজ সোমবার সকালে সমীক্ষার এ প্রতিবেদন প্রকাশের পর ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বাঘেরা অনেক বেশি নিরাপদ। বাঘশুমারির ফলাফল নিশ্চয়ই প্রত্যেক ভারতীয়কে আনন্দিত করবে, প্রতিটি পশুপ্রেমীকে আনন্দিত করবে।’
এ সময় বলিউড অভিনেতা সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত দুটি চলচ্চিত্রের প্রসঙ্গ টেনে এনে মোদি বলেন, “‘এক থা টাইগার’ দিয়ে যা শুরু হয়েছিল, ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়েই তা শেষ হলে হবে না।”
कभी ‘एक था टाइगर’ का डर था, लेकिन आज यह यात्रा ‘टाइगर जिंदा है’ तक पहुंच चुकी है।
लेकिन ‘टाइगर जिंदा है’ कहना ही पर्याप्त नहीं है, हमें उनकी संख्या बढ़ाने के लिए अनुकूल वातावरण भी तैयार करना है। #InternationalTigerDay pic.twitter.com/bERsYeM62v
— Narendra Modi (@narendramodi) July 29, 2019
পাশাপাশি আজ সোমবার দিল্লিতে ভাষণ দিতে গিয়ে মোদি আরো জানান, নয় বছর আগে সেন্ট পিটার্সবার্গ থেকে বলা হয়েছিল, ২০২২ সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করতে হবে। ভারত মাত্র চার বছরেই সেটা করে দেখিয়েছে।
এদিকে বাঘ সমীক্ষা প্রকাশের পাশাপাশি সুন্দরবনের সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবনে ৫০ শতাংশের বেশি নিরাপত্তারক্ষীর পদ শূন্য। বন্যপ্রাণী চোরাচালান রুখতে সুন্দরবনের দক্ষিণাংশে তৎপরতা প্রয়োজন বলে প্রতিবেদনে বলা হয়।