ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে নরেন্দ্র মোদি (ভিডিওসহ)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার দেখা যাবে ডিসকভারির জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোতে। জানা গেছে একটি বিশেষ পর্বে দেখা যাবে মোদিকে। এই পর্বে তুলে ধরা হবে পরিবেশগত পরিবর্তন সম্পর্কিত নানা বিষয়।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ডিসকভারি চ্যানেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাডভেঞ্চার প্রিয় বেয়ার গ্রিলসের সঙ্গে নরেন্দ্র মোদির ওই বিশেষ পর্বের শুটিং হয়েছে ভারতের জিম করবেট জাতীয় উদ্যানে। বন্য জীবন নিয়ে মোদির সঙ্গে বিভিন্ন আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যাবে বেয়ারকে। তাঁদের আলোচনায় উঠে আসবে পরিবেশগত পরিবর্তনের নানা বিষয়।
‘১৮০টি দেশের মানুষ দেখতে পারবেন নরেন্দ্র মোদির অজানা দিক। তাঁরা দেখতে পাবেন কিভাবে তিনি ভারতের বিভিন্ন জঙ্গলে ঘুরে পাখি সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা গড়ে তুলছেন,’ টুইটারে একটি ভিডিও শেয়ার করে এমন কথাই লেখেন ওই শোয়ের উপস্থাপক বেয়ার গ্রিলস।
‘কয়েক বছর ধরে আমি প্রকৃতির মাঝে, পাহাড় এবং বনের মধ্যে বাস করেছি। ওই বছরগুলো আমার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তাই যখন আমাকে রাজনীতির বাইরেও জীবনকে কেন্দ্র করে একটি বিশেষ কর্মসূচি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন সেটিও প্রকৃতির মাঝেই করার কথা বলেছিলাম I এই শোতে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ এবং ঝোঁক দুটোই আমার ছিল,’ বলেন মোদি।
‘আমার জন্যে এই শোয়ের মাধ্যমে ভারতের ঐতিহ্যমণ্ডিত পরিবেশের কথা বিশ্বের সামনে তুলে ধরার এক দারুণ সুযোগ আসে। আর পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের গুরুত্বের উপর জোর দেওয়ারও সুযোগ হয় এই শোয়ের মাধ্যমে। এছাড়াও প্রকৃতির অভিজ্ঞতা সমৃদ্ধ বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে আরো একবার সময় কাটানোর দুর্দান্ত সুযোগও হাতছাড়া করতে চাইনি আমি’, বলেন মোদি।
এই শোতে মোদি এবং গ্রিলসকে একটি ভেলা তৈরি করে জঙ্গলের একটি নদী পার হতে দেখা যাবে, এক বিবৃতিতে জানিয়েছে চ্যানেলটি। প্রোমোতে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী এবং বেয়ার গ্রিলস একটি ভেলাতে করে নদী পার হচ্ছেন।
এদিকে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর বিশেষ পর্বটি নিয়ে গ্রিলস বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি এই বিশ্বনেতার সঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি। জঙ্গল আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের একে অপরকে প্রয়োজন এবং একসঙ্গে থাকলেই আমরা আরো শক্তিশালী হতে পারি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটাতে পেরে এবং তাঁর সঙ্গে পরিচিত হতে পেরে খুব আনন্দিত।’