বিয়ে না করে সন্তান : কলঙ্কের ভয়ে শিশুকে খুন করে পানিতে ফেলে দিল মা!

দেড় মাসের সন্তানকে খুন করে খালের পানিতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের কাইরা জেলায়।
সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, গত ২৩ মে সেখানকার একটি খালের পানি থেকে উদ্ধার করা হয় এক শিশুর মরদেহ। তারপর শুরু হয় পুলিশি তদন্ত। শিশুটির পরিচয় জানতে আশপাশের এলাকা ও হাসপাতালে খোঁজ করতে থাকে তদন্তকারী অফিসার।
অবশেষে সোমবার খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই শিশুর মা আশাকে। জানা যায়, জেলার একটি স্থানীয় হাসপাতালে মাস দেড়ের আগে ওই শিশু জন্ম দেন ৩০ বছর বয়সী আশা।
পুলিশ জানায়, ২০০৯ সালে বিয়ে হয় আশার। তাঁর দুই সন্তান ছিল। স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলার কারণে ২০১৫ সাল থেকে আলাদা থাকেন আশা। পুলিশ যখন তাঁর বাড়িতে গিয়ে ছেলের কথা জানতে চায়, তখন তিনি প্রথমে জানান ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। চলতে থাকে জিজ্ঞাসাবাদ। জেরার মুখে অবশেষে তিনি খুনের দায় স্বীকার করে নেন। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন আশা।
পুলিশের তরফ থেকে আরো বলা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল আশার। সেই সম্পর্ক থেকেই এই সন্তানের জন্ম। সামাজিক কলঙ্কের ভয়েই শিশুকে শ্বাসরোধ করে খুন করে খালের পানিতে শিশুটিকে ভাসিয়ে দেন আশা।