ভারতের বৃহত্তম কফি ক্যাফের মালিক নিখোঁজ

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ম্যাঙ্গালুরু থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন দেশটির জনপ্রিয় কফি ফ্র্যাঞ্চাইজি ‘ক্যাফে কফি ডে’র কর্ণধার ভি জি সিদ্ধার্থ।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় ম্যাঙ্গালুরুর নেত্রাবতী নদীর ওপর সেতুতে গাড়ি থামিয়ে নিখোঁজ হন ভি জি সিদ্ধার্থ।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘গাড়িচালককে সেতুর ওপর গাড়ি থামাতে বলেন সিদ্ধার্থ। কিছুক্ষণ হেঁটে ফিরে আসবেন জানিয়ে গাড়ি থেকে নেমে যান তিনি।’
পুলিশ আরো জানায়, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সিদ্ধার্থ ফিরে না আসায় বিচলিত গাড়িচালক সিদ্ধার্থের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিলে তা বন্ধ পান।
এ বিষয়ে ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার সন্দীপ পাটিল জানান, নেত্রাবতী নদীসহ আশপাশের এলাকায় সিদ্ধার্থের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশের দুটি দল।
ক্যাফে কফি ডে ভারতের বৃহত্তম কফি চেইন। ভারতজুড়ে ক্যাফে কফি ডের এক হাজার ৭৫০টি শাখা রয়েছে। এ ছাড়া মালয়েশিয়া, নেপাল, মিসরসহ বিভিন্ন দেশেও আছে ক্যাফে কফি ডের কফিশপ।
তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বছর দুয়েক ধরে তীব্র প্রতিযোগিতার কারণে ক্যাফে কফি ডের ব্যবসায় মন্দা যাচ্ছে। বেশ কিছু এলাকায় ব্যবসা গুটিয়ে নিয়েছে ক্যাফে কফি ডে।
ভারতীয় গণমাধ্যমসূত্রে বলা হয়, কোকা-কোলার সঙ্গে ব্যবসার কথাবার্তা চলছিল সিদ্ধার্থের প্রতিষ্ঠানের। তবে এ বিষয়ে মুখ খোলেনি দুই প্রতিষ্ঠানের কেউ।
সিদ্ধার্থ ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণর জামাতা।
এদিকে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, নিখোঁজ হওয়ার আগে ক্যাফে কফি ডের ব্যবস্থাপনা বিভাগ ও কর্মীদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন সিদ্ধার্থ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক টুইটে সিদ্ধার্থের চিঠিটি প্রকাশ করেছে। সে চিঠিতে সিদ্ধার্থ লিখেছেন, তিনি অসুখী, কারণ অনেক চেষ্টা সত্ত্বেও ‘যথাযথ লাভজনক বিজনেস মডেল’ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। সিদ্ধার্থ আরো লিখেছেন, আয়কর বিভাগের একজন সাবেক মহাপরিচালক তাঁকে হেনস্তা করেছেন।
সিদ্ধার্থের চিঠিতে আরো লেখা আছে, ‘আমি যথাসম্ভব চেষ্টা করেছি। যাঁরা আমার ওপরে আস্থা রেখেছিলেন, তাঁদের আশাহত করায় আমি অত্যন্ত দুঃখিত। আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু আর পারছি না, আমি হাল ছেড়ে দিচ্ছি।’
Founder & owner, Cafe Coffee Day (CCD), #VGSiddhartha's letter to employees and board of directors of CCD, states, "Every financial transaction is my responsibility...the law should hold me & only me accountable."; He has gone missing from Mangaluru, search operation underway. pic.twitter.com/0GJc5vmvYt
— ANI (@ANI) July 30, 2019
ভি জি সিদ্ধার্থকে সর্বশেষ যে সেতুর ওপরে দেখা গিয়েছিল, সেটির দৈর্ঘ্য এক কিলোমিটার। পুলিশ জানায়, গত মার্চে সিদ্ধার্থ তাঁর একটি প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার মুম্বাইয়ের একটি সংস্থার কাছে বিক্রি করে দেন।