স্টেশনের ‘লতা মঙ্গেশকর’, সুরের মূর্ছনায় মুগ্ধ ইন্টারনেটবাসী

বর্তমান আধুনিক সময়ে বদলে গেছে সংগীতের ধরন। আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে বাদ্যযন্ত্রও। কিন্তু কিছু পুরোনো সুর আজও অমলিন। যে সুরের মূর্ছনায় কাতর হয় হৃদয়। এমনই এক সুরের রানীর দেখা পেয়েছে ইন্টারনেটবাসী। যার সুরে পাগল হয়েছে নেটিজেনরা।
ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার রানাঘাট স্টেশনে। সেখানে অনেকে এই নারীকে দেখেছে অনেকবার। তবে এবার তিনি আবির্ভূত হলেন স্বমহিমায়।
১৯৭২ সালে ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর হিন্দি সোর সিনেমায় ‘এক পেয়ার কি নাগমা’ গানটি গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন সিনেমা পাড়ায়। আর এবার সেই একই গান গেয়ে ইন্টারনেট মাতালেন স্টেশনের এক নারী।
ওই নারীর কণ্ঠে গানটি রেকর্ড করে ফেসবুকে আপলোড করেন এক ব্যক্তি। এতেই তিনি ভাইরাল। তাঁর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ সবাই।
আপলোড করার পর থেকে দ্রুতই ভাইরাল হচ্ছে ভিডিওটি। আর এতে লাইক পড়েছে ৪৩ হাজার এবং কমেন্ট পড়েছে চার হাজারেরও বেশি।