গুলি করে জন্মদিনের কেক কাটল বার্থডে বয়, ভিডিও ভাইরাল

কী ভয়াবহ ব্যাপার ভাবুন একবার। মানুষের মনে নিজের জন্মদিন পালনের খেয়াল এভাবেও আসতে পারে? আপনিও জানলে অবাক হয়ে যাবেন যে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও, যেখানে দেখা যায় ছুরি দিয়ে কেক কেটে নয়, বরং কেককে গুলি করে জন্মদিন পালন করছেন ভারতের উত্তর প্রদেশের এক যুবক।
ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে রাখা হয় জন্মদিনের কেকটি। এবং ওই কেকটিকে গুলি করার জন্যে বন্দুক হাতে প্রস্তুতি নিচ্ছেন এক যুবক। তার বন্ধুরা হ্যাপি বার্থডে টু ইউ গাওয়ার সঙ্গে সঙ্গেই কেকটিকে গুলি করে সেই যুবক। উত্তর প্রদেশের সরুরপুর খেরকি গ্রামে বুধবার এমন আজব উপায়ে নিজের জন্মদিন পালন করতে দেখা যায় ওই যুবককে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, এই ঘটনার খবর পৌঁছেছে বাঘপৎ সার্কেল অফিসার ও পি সিংয়ের কাছেও। তিনি আশ্বাস দিয়েছেন যে, বন্দুকের গুলিতে জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।