মশা এপার কামড় দিয়ে ওপার যায়, ওপার দিয়ে এপারে আসে

বাংলাদেশে সাম্প্রতিককালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া বাংলাদেশের ডেঙ্গুর প্রকোপ পাশের পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার কলকাতার নজরুল মঞ্চে ‘সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও’ নামের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে এ আশঙ্কা প্রকাশ করেন মমতা।
এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘মশা ভারতে কামড়ে দিয়ে ওপার বাংলায় চলে গেল, আবার ওপার বাংলায় কামড়ে দিয়ে এপারে চলে এলো। এভাবেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। তাই আমাদের সাবধান থাকতে হবে।’
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (ববি) বরাত দিয়ে মমতা বলেন, ‘ববি আমাকে জানিয়েছে, বাংলাদেশে অসম্ভব রকমের ডেঙ্গু হচ্ছে। যেহেতু বাংলাদেশ আমাদের বর্ডার। বাংলাদেশে কিছু হলে বর্ডার দিয়ে আমাদের এখানে ঢোকে। যদিও আমাদের এখানে ডেঙ্গু নিয়ে ধারাবাহিক বৈঠক হয়। তা সত্বেও আমাদের মনে রাখতে হবে, বায়ু ও জল আমাদের দুই বাংলার মধ্যে যাতায়াত করে। সেই বায়ু আর জল ধরেই মশা কখনো ভারতে কামড় দিয়ে বাংলাদেশে চলে যায়, আবার কখনো বাংলাদেশ থেকে এখানে চলে আসছে।’