মশার ওষুধ খাইয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

একাধিক পুরুষের সাথে স্ত্রীর প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে মশা নিরোধক ওষুধ খাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্বর এই ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রায়।
সংবাদমাধ্যম গলফ নিউজ এক প্রতিবেদনে জানায়, ২৬ বছর বয়সী ওই যুবকের নাম সনু। তিনি স্থানীয় বাজারের একজন সবজি বিক্রেতা।
খবরে বলা হয়, সনুর অভিযোগ, তার স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাই সহ্য করতে না পেরে স্ত্রী অঞ্জলিকে প্রথমে মশা নিরোধক ওষুধ খাইয়ে দেন। তারপর তাঁকে গলা টিপে হত্যা করেন।
নয় বছর আগে সনু ও অঞ্জলি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের চার এবং ছয় বছর বয়সী দুটি সন্তান রয়েছে।