জন্মদিনের অনুষ্ঠানে তরুণীকে চার বন্ধু মিলে ধর্ষণ

নিজের ১৯তম জন্মদিনের অনুষ্ঠানে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। বর্বর এই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাই শহরে।
সংবাদমাধ্যম গলফ নিউজ এক প্রতিবেদনে জানায়, নিজের ১৯তম জন্মদিনের অনুষ্ঠানে এক তরুণী তার চার বন্ধু দ্বারা ধর্ষিত হন। খবরে বলা হয়, জন্মদিন পালনের কথা বলে ওই তরুণীকে এক বাসায় নিয়ে যায় তার ওই চার বন্ধু। তারপর তাকে ধর্ষণ করে।
জানা যায়, গত ৭ জুলাই ঘটনাটি ঘটলেও প্রথমে ওই তরুণী কাউকে জানায়নি বিষয়টি। কাউকে কিছু না বলে পরের দিন মুম্বাই থেকে ওই তরুণী তার নিজ বাড়ি বেগমপুরা চলে আসেন।
কিন্তু হঠাৎ তার প্রজনন অঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিষয়টি জানাজানি হয়। হাসপাতালের এক চিকিৎসক জানান, ওই তরুণী গণধর্ষণের শিকার হয়েছে বলে মনে করছেন তিনি।
প্রথমে কাউকে না বললেও ঘটনা জানাজানি হওয়ায় পর ওই তরুণী তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলেন।
তরুণী জানায়, জন্মদিন পালনের কথা বলে তার চার বন্ধু তাকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে একটি জন্মদিনের কেক কাটা হয় এবং তারপর চার বন্ধু মিলে তাকে ধর্ষণ করে।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণীর শারীরিক অবস্থা মোটেও ভালো পর্যায়ে নেই। ওই তরুণীর জবানবন্দি নিতে মুম্বাই থেকে পুলিশ বেগমপুরা যাবে বলে জানিয়েছে।