কাশ্মীরকে ‘পুনর্গঠন’ করবে বিজেপি

ভারতের জম্মু-কাশ্মীরকে দেওয়া ‘বিশেষ মর্যাদা’ তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। দেশটির সংবিধানের ৩৭০ ধারার ফলে জম্মু-কাশ্মীরে চালু ছিল এই ‘বিশেষ মর্যাদা’। এরই মধ্যে আজ সোমবার ৩৭০ ধারার অবলুপ্তিতে সই করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
জম্মু ও কাশ্মীরকে নিরাপত্তা, যোগাযোগ ও বৈদেশিক বিষয় ছাড়া তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিত ৩৭০ ধারা। এই ধারার ফলে রাজ্যের কোনো নীতি বা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রকে রাজ্যের আইনসভার অনুমতি নিতে হতো। তবে ৩৭০ ধারা অবলুপ্তির ফলে এসব ক্ষমতারও অবলুপ্তি ঘটবে কাশ্মীরের।
এর পাশাপাশি জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবে জানানো হয়, জম্মু-কাশ্মীরে আইনসভা থাকবে, কিন্তু লাদাখে কোনো আইনসভা থাকবে না।
এ ব্যাপারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, জম্মু ও কাশ্মীর পুনর্গঠিত হবে। রাজ্যটি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হবে। একটি জম্মু ও কাশ্মীরে, অন্যটি লাদাখে।
কাশ্মীরে বিপুল পরিমাণ আধা সামরিক বাহিনী মোতায়েন করার পর এবং রাজ্যের দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রাখার পর এ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।
এর আগে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইটে বলেন, ‘আমি জানি, আমাকে মধ্যরাত থেকে নজরবন্দি রাখা হয়েছে এবং এরই মধ্যে অন্য মুখ্য নেতাদের ক্ষেত্রেও এ প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছে। সত্যি কি না জানার উপায় নেই। কিন্তু যদি সত্যি হয়, আমি আপনাদের সবাইকে দেখাব, অন্যদিকে কী রয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করুন।’
এদিকে তিন দিন থেকে কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে বলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীরে অবস্থান করা দেশি-বিদেশি পর্যটক থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান অমরনাথ যাত্রীদের প্রত্যেককেই কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
ভারতীয় সেনার পক্ষ থেকে দাবি করা হয়, অন্তত ২০ জন পাকিস্তানি জঙ্গির দল ভারতীয় সেনার ওপরে বড় ধরনের একটি হামলার ছক কষছিল। এর মধ্যে গত শনিবার পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) পাঁচ সদস্য ভারতে ঢুকে পড়ে কেরান সেক্টরের একটি ফরোয়ার্ড পোস্টে হামলার চেষ্টা চালায়। অনুপ্রবেশকারীরা সীমান্তরেখা পেরিয়ে একটি ভারতীয় ঘাঁটির খুব কাছে পৌঁছে যায়। কিন্তু হামলা চালানোর আগেই ভারতীয় সেনারা গুলি করে তাদের হত্যা করে।
গত সপ্তাহ থেকেই রাজ্যে অতিরিক্ত আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। শুক্রবারই অমরনাথ তীর্থযাত্রী ও পর্যটকদের রাজ্য ছেড়ে চলে যেতে বলা হয়।
এসব উত্তেজনার মধ্যে গতকাল রোববার গভীর রাতে জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে গৃহবন্দি করে রাখা হয়। এ ছাড়া গৃহবন্দি করে রাখা হয় রাজ্যের শীর্ষ নেতা সাজাদ লোনসহ একাধিক নেতাকে।