গ্রেপ্তার হলেন মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ, থমথমে কাশ্মীর

রোববার রাত থেকেই গৃহবন্দি ছিলেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে জম্মু-কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, আজ সোমবার ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি ছাড়াও রাজ্যের বর্ষীয়ান কংগ্রেস নেতা সাজাদ লোনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজেপির সঙ্গে জোট করে এক সময় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মেহবুবা। কিন্তু গত বছর জুনে সেই জোট ভেঙে যায়। পতন হয় সরকারের। গত সপ্তাহে কেন্দ্রের তরফ থেকে কাশ্মীরে সেনা সংখ্যা বৃদ্ধির উদ্যোগের পর থেকে উপত্যকার রাজ্যনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন পিডিপি নেত্রী।
এদিকে উত্তেজনার মধ্যেই জম্মু-কাশ্মীরের বহু এলাকার মোবাইল ও ল্যান্ডলাইন ফোনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও কেবল টিভি পরিষেবাও। রাজ্যের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একসঙ্গে অনেক মানুষের জমায়েত ও জনসভা নিষিদ্ধ করা হয়েছে।
মোবাইল ও ল্যান্ডলাইন ফোনের পরিষেবা বন্ধ রাখায় শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছে। তাঁরা এই ফোনের মাধ্যমে কেন্দ্রের সঙ্গে জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোচনা করতে পারবেন।
এদিকে জম্মু, কিশত্বার, রেসাই, ডোবা ও উধমপুর জেলার স্কুল-কলেজগুলো আজ সোমবার থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। বন্ধ রয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও।
গত সপ্তাহ থেকেই রাজ্যে অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। শুক্রবারই অমরনাথ তীর্থযাত্রী ও পর্যটকদের রাজ্য ছেড়ে চলে যেতে বলা হয়েছে।