আমাদের শেখাতে আসবেন না, কংগ্রেসকে অমিত শাহ

সংবিধানের ধারা ৩৭০ ভারত ও কাশ্মীরকে ভাগ করেছিল। তবে এখন থেকে এটা চিরকালের জন্য চলে যাবে। জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা বা ৩৭০ ধারা প্রত্যাহার করা এবং তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা নিয়ে লোকসভায় বিতর্কের জবাবে এমনই বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির করা এক প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, ‘সেই সময় কালো দিন ছিল, এখন নয়। জরুরি অবস্থার সময় আপনারা গোটা দেশকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছিলেন। সুতরাং আমাদের শেখাতে আসবেন না।’
৩৭০ ধারা অভ্যন্তরীণ বিষয় ছিল না বলে মন্তব্য করে লোকসভায় দলকে অস্বস্তিতে ফেলে দেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর মন্তব্যের জবাবে অমিত শাহ বলেন, কাশ্মীরকে রাষ্ট্রসংঘে নিয়ে গিয়েছিলেন নেহেরু। এবং তিনি এটা না করলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থাকত না।
‘কাশ্মীরকে কে রাষ্ট্রসংঘে নিয়ে গিয়েছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু নিয়েছিলেন? এই সিদ্ধান্ত ভুল না ঠিক, ইতিহাস তার বিচার করবে। কিন্তু যখনই এটা নিয়ে আলোচনা হবে তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনে রাখবে সাধারণ মানুষ,’ বলেন অমিত শাহ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বা বিজেপি কেউই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছাড়তে পারবেন না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে আমাদের দাবি আগের মতোই শক্তিশালী থাকবে।’
বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল বলে মন্তব্য করে তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আলোচনা চালিয়ে যাওয়ার কী প্রয়োজন? আমরা হুরিয়তের সঙ্গে কথা বলতে চাই না। তবে কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলতে রাজি।’
তাঁর বক্তব্যের পরই লোকসভায় বিলটি পাস হয়ে যায়।