অন্তরঙ্গ ছবি ফাঁসের হুমকি দিয়ে সর্বনাশ করেছে ফেসবুক ফ্রেন্ড

ফেসবুকে পরিচয়, তারপর প্রেম। একসময় প্রেমে বাড়ে ঘনিষ্ঠতা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্তরঙ্গ সময়ও কাটান প্রেমিক যুগল।
তবে সেই সুখের প্রেমে ফাটল ধরতেও বেশিদিন সময় লাগেনি। এবার প্রতারণার অভিযোগ উঠেছে সেই প্রেমিকের বিরুদ্ধে।
সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক রেল কর্মকর্তা তরুণীকে একাধিকবার নির্যাতন করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের নরেন্দ্রপুরে। পরে ওই তরুণী নরেন্দ্রপুর থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরে বলা হয়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় পুর্ব মেদিনীপুরের বাসিন্দা প্রদীপ সিং-এর। তারপর বন্ধুত্ব গাঢ় হলে একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ শুরু করেন।
তারপর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তখন থেকে একাধিকবার তারা বিভিন্ন জায়গায় মিলিত হন। সেইসময় ওই তরুণীর ব্যক্তিগত ও গোপন ছবি তুলে রাখেন প্রদীপ সিং।
এরপর থেকে ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করছেন প্রদীপ। শুধু তাই নয়, প্রদীপ ওই তরুণীর সেই ব্যক্তিগত ও গোপন সব ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়ার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ করেন ওই তরুণী।