বন্দুকের মুখে পুত্রবধুকে ধর্ষণ, বিজেপির সাবেক এমএলএর বিরুদ্ধে মামলা

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক এক এমএলএর বিরুদ্ধে পুত্রবধূকে বন্দুকের মুখে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। গত বছরের থার্টি ফার্স্ট নাইট ও পরদিন এ বছরের ১ জানুয়ারি দিল্লীর নানগ্লই অঞ্চল থেকে দুইবারের নির্বাচিত এমএলএ মনোজ সোকীন এমন কাজ করেন বলে শনিবার দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।
গত বৃহস্পতিবার ওই এমএলএর পুত্রবধূ তার বিরুদ্ধে মামলা করেন। স্বামী ও ভাইকে বিপদে না ফেলতে এতদিন অভিযোগ করেননি বলে জানান ওই ভুক্তভোগী নারী। ঘটনার দিন তাঁর ভাই শ্বশুর বাড়িতে ছিলেন। সে সময় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।
পুলিশ জানায়, বাবার বাড়ি থেকে স্বামী, ভাই ও এক কাজিনকে সঙ্গে করে একটি পার্টিতে অংশ নিয়ে শ্বশুর বাড়িতে ওঠেন ওই নারী। স্বামী তাঁর বন্ধুদের সঙ্গে অন্য অনুষ্ঠানে গেলে সে সময় ওই নারীর শ্বশুর ‘জরুরি কথা আছে’ বলে তাঁর ঘরে ঢোকেন। এরপর অস্ত্রের মুখে তাঁকে ধর্ষণ করেন। চিৎকার করে ভাইকে জানাতে গেলে ভাইকেও মেরে ফেলা হবে বলে হুমকি দেন শ্বশুর।
দিল্লি পুলিশের উপকমিশনার সেজু পি. কুরুভিল্লা বলেন, এ মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।