মা-বাবার দেওয়া বিএমডব্লিউ নদীতে ফেলে দিলেন তরুণ

মা-বাবার কাছ থেকে পাওয়া কোনো উপহার কি কেউ কখনো ইচ্ছা করে নষ্ট করে ফেলতে পারে? উত্তরটা ‘না’ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, মা-বাবার কাছ থেকে পাওয়া উপহার কারো এতটা অপছন্দ হওয়ার কথা তো নয়। কিন্তু ঠিক তাই দেখা গেল এবার।
ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগরের এক তরুণ গত শুক্রবার তাঁর মা-বাবার দেওয়া উপহার রাগ করে নদীতে ফেলে দেন। কী ছিল সেই উপহার? বিলাসবহুল একটি নতুন বিএমডব্লিউ গাড়ি। মা-বাবার উপহার দেওয়া গাড়িটি একদম পছন্দ হয়নি ওই তরুণের। তাই গাড়িটি নদীতে ফেলে দেন তিনি। সংবাদ সংস্থা আইএনএস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মা-বাবার কাছে একটি জাগুয়ার গাড়ি চেয়েছিলেন ওই তরুণ। কিন্তু মা-বাবা তাঁকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলে তরুণটি ওই গাড়ি ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘অত্যাধুনিক গাড়িটি নদীতে ফেলে দেওয়ার সময় তা ভিডিও করেন ওই তরুণ। তারপর সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন।’
এদিকে নদীতে ফেলে দেওয়ার পর গাড়িটি একটি চরে আটকা পড়ে। তখন স্থানীয়দের সহায়তায় গাড়িটি নদী থেকে তোলার চেষ্টা করেন ওই তরুণ। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি নতুন বিএমডব্লিউ গাড়ির দাম প্রায় ৩৫ লাখ রুপি। আর জাগুয়ার গাড়ির দাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ রুপি।