দুই মদের ভাটিতে মিলল অবৈধ ৭০০ কোটির হদিস

ভারতের তামিলনাড়ুর দুটি বিখ্যাত মদের ডিস্ট্রিলারিতে (ভাঁটি) অভিযান চালিয়ে হিসাব বহির্ভূত ৭০০ কোটি রুপির হদিস পেয়েছে দেশটির আয়কর দপ্তর। দুটি মুখ্য বিয়ার ও দেশি মদের ভাটিতে হানা দিয়ে এই অর্থের সন্ধান মিলেছে।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে গত মঙ্গলবার অভিযান চলাকালে সেদেশের আয়কর দপ্তরের কর্মকর্তারা জানতে পারেন, সেখানে শুভঙ্করের ফাঁকির আয়োজনের মধ্য দিয়ে কর ফাঁকি দেওয়া হয়। দুটি ভাটির চেন্নাই, কোয়েম্বাটুর, তানঝাভুরসহ ৫৫টি শাখায় হানা দেওয়া হয়। তল্লাশি চালানো হয় গোয়া, কেরল ও অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি জায়গাতেও।
বর্ধিত উৎপাদন খরচ দেখিয়ে কিছু সংস্থা কর ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ ছিল। এক্ষেত্রে মদের বোতল ও কাঁচামালের কেনার খরচ অনেকটাই বাড়িয়ে দেখানো হতো। অনুসন্ধানে এ বিষয়টি স্পষ্ট হয়। তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছেন, সরবরাহকারীদের চেকের মাধ্যমে অনেক বেশি দাম দেওয়া হতো। পরে সেই বর্ধিত টাকা বিয়ার ও দেশি মদ প্রস্তুতকারী সংস্থার অনুগত কর্মীদের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হতো। ছয় বছর ধরে চলছে এই চোরাকারবার। এই সময়কালে প্রায় ৪০০ কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে বলে ধারণা আয়কর দপ্তরের তদন্তকারীদের।
এ ঘটনায় বেশ কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই কায়দায় আরো একটি দেশি মদ প্রস্তুতকারী সংস্থার কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় আয়কর দপ্তর। এক্ষেত্রে সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের দেওয়া হিসাব অনুযায়ী প্রায় ৩০০ কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলাকালীন ওই দুই সংস্থার কর্মীদের ওপর নজরদারি রাখা হয়। এতে দেখা যায় কয়েকজন হিসাব বহির্ভূত টাকা এক জায়গা থেকে অন্যত্র সরাচ্ছেন। এতেই নগদ ও একটি গাড়ির মধ্যে থেকে সাড়ে চার কোটি টাকা উদ্ধার হয়।
ভারতীয় আয়কর দপ্তরের এক বিবৃতে জানানো হয়, মুখ্য বিয়ার ও দেশি মদ প্রস্তুতকারক সংস্থার ভাটিগুলিতে অভিযান চালানো হয়েছে। তবে, কোনো সংস্থা বা ব্যক্তির নামের উল্লেখ করা হয়নি। এছাড়াও জানানো হয়, ওই সংস্থার কিছু গুরুত্বপূর্ণ কর্মী ও পণ্য সরবরাহকারীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।