সংস্কৃতের সাহায্যেই ‘কথা বলা কম্পিউটার’ বানাবে নাসা!

যদি ভবিষ্যতে ‘কথা বলা কম্পিউটার’ বানানো হয়, তাহলে তা সংস্কৃত ভাষার জন্যই সম্ভব হবে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এ কথা জানিয়েছে বলে দাবি করলেন ভারতের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা রমেশ পোখরিয়াল।
সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মুম্বাইয়ের ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন রমেশ পোখরিয়াল।
সংস্কৃতকে একমাত্র বিজ্ঞানসম্মত ভাষা দাবি করে ভারতের শিক্ষামন্ত্রী আরো বলেন, “নাসার মতে, নিকট ভবিষ্যতে যদি ‘কথা বলা কম্পিউটার’ তৈরি হয়, তাহলে তা একমাত্র সম্ভব হবে সংস্কৃত ভাষার জন্যই। নাসা এমনটা জানিয়েছে কারণ, সংস্কৃত একটি বিজ্ঞানসম্মত ভাষা। যেভাবে এগুলো উচ্চারণ করা হয়, সেভাবেই শব্দগুলো লেখা যায়।’
রমেশ পোখরিয়াল আরো দাবি করেন, আয়ুর্বেদের জনক হিসেবে পরিচিত ঋষি চরকই প্রথম ব্যক্তি, যিনি অনেক গবেষণা করে অণু ও পরমাণু আবিষ্কার করেছিলেন। তিনি বলেন, ‘কে অণু ও পরমাণু নিয়ে গবেষণা শুরু করেছিলেন? ঋষি চরকই অণু ও পরমাণু নিয়ে গবেষণা করে এগুলো আবিষ্কার করেছিলেন।’