প্রাইভেট কারকে হেলিকপ্টার বানালেন যুবক!

যদিও ডিজাইন করা হেলিকপ্টার ওড়ানোর স্বপ্ন পূরণ হয়নি তাঁর। তাতে কী। ২৪ বছর বয়সী মিথিলেশ প্রসাদ তাঁর গাড়িকে দিয়েছেন হেলিকপ্টারের রূপ। হেলিকপ্টারের মতো দেখতে এ গাড়ি এখন ভারতের বিহারের চাপড়া গ্রামের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বার্তা সংস্থা এএনআই-এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিভাবান যুবক মিথিলেশ প্রসাদ থাকেন বানিয়াপুরের সিমরাই গ্রামে। এ যুবক তাঁর টাটা ন্যানো গাড়িটি হেলিকপ্টারের আদলে রূপান্তর করেছেন। যদিও গাড়িটি উড়তে পারে না, কিন্তু এর ডিজাইন হুবহু হেলিকপ্টারের মতো।
এ সম্পর্কে মিথিলেশ বলেছেন, ‘আমি সব সময়ই হেলিকপ্টার তৈরি করতে চেয়েছি। কিন্তু আমার আর্থিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। তাই আমার গাড়িকে এভাবে সাজিয়েছি।’
কাজটি সম্পন্ন করতে মিথিলেশ ও তাঁর ভাইয়ের প্রায় সাত মাস সময় লেগেছে, সেইসঙ্গে সাত লাখ রুপিও খরচ করতে হয়েছে তাঁদের।
Bihar: A resident of Chhapra village, Mithilesh Prasad has given his Nano car the look of a helicopter, says,'I always wanted to make a helicopter, now I can't do that because my background is not strong and that's why I have given my car this look.' pic.twitter.com/uRVG8haVAK
— ANI (@ANI) August 11, 2019
দ্বাদশ শ্রেণি থেকে ঝরে পড়া তরুণ তারকার স্বপ্ন ছিল হেলিকপ্টার তৈরি করার। উড়তে না পারলেও তিনি রাস্তায় তাঁর ‘হেলিকপ্টার কার’ চালিয়েছেন।
নিজের উদ্ভাবন সম্পর্কে বলতে গিয়ে মিথিলেশ বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি একটি হেলিকপ্টার তৈরি করছি, আর তাতে উড়ে বেড়াচ্ছি।’