সেদ্ধ হোক ভাজি হোক, প্রতি ডিমের দাম ৮৫০

ভারতের মুম্বাই শহরের একটি হোটেলে দুটি সেদ্ধ ডিমের দাম ধরা হয়েছে ৮৫০ করে এক হাজার ৭০০ রুপি। একটি ডিম ভাজির দামও ৮৫০ রুপি। গতকাল শনিবার মুম্বাইয়ের হোটেল ফোর সিক্স সিজনে এই ঘটনা ঘটে।
সেখানে অতিথিদের খাবার টেবিলে দুটি সেদ্ধ ডিম পরিবেশন করা হয়। পরে এর মূল্য ধরা হয় এক হাজার ৭০০ রুপি। একটি ডিমভাজির ক্ষেত্রে তা ৮৫০ রুপি ধরা হয়। খবর : এনডিটিভির।
কার্তিক ধর নামের এক লেখক উঠেছিলেন সেই হোটেলে। সেখানে সকালের নাস্তায় দুটি সেদ্ধ ও একটি ভাজি ডিম খেয়েছিলেন তিনি। এজন্য তাঁকে ৮৫০ রুপি করে দুই ৫৫০ রুপি দিতে হয় হোটেল কর্তৃপক্ষের কাছে। প্রথমে খাবার বিল দেখে হতবাক হয়ে যান তিনি। এরপর সেই বিলের ছবি তুলে শনিবারই টুইটারে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন।
এরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ছবিতে হোটেল কর্তৃপক্ষকে কটাক্ষ করে নানা মন্তব্য করেছে ভারতীয়রা। এনডিটিভিসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এ নিয়ে সংবাদ পরিবেশন করে ও বিষয়টি হোটেল কর্তৃপক্ষের ভুল কিনা সে বিষয়ে প্রশ্ন করে। যদিও হোটেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত ডিমের দাম নিয়ে কোনো মন্তব্য করেনি।
2 eggs for Rs 1700 at the @FourSeasons Mumbai. @RahulBose1 Bhai Aandolan karein? pic.twitter.com/hKCh0WwGcy
— Kartik Dhar (@KartikDhar) August 10, 2019