জম্মু-কাশ্মীরে কারফিউ উঠছে, মানুষ তবু শঙ্কায়

ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জম্মু-কাশ্মীরে আজ সোমবার থেকে কারফিউ তুলে নেওয়ার পাশাপাশি সব ধরনের বিধি-নিষেধ শিথিল করে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে কাশ্মীরের ১৯০টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমও শুরু করা হচ্ছে আজ থেকেই। জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব (পরিকল্পনা ও উন্নয়ন) রোহিত কানসাল এ খবর জানিয়েছেন।
তবে কেন্দ্র থেকে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরার আশ্বাস দেওয়া হলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়। এ ছাড়া কাশ্মীরের বাসিন্দাদের মনে উপত্যকা ঘিরে বিভিন্ন আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে গত শনিবার কাশ্মীরের ৩৫টি থানায় বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়। রোববার তা বাড়িয়ে শিথিল করা হয় ৫০টি থানায়।
শনিবার থেকেই কাশ্মীরের রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে। কয়েকটি জায়গায় দোকানপাটও খুলতে শুরু করেছে। যদিও কিছু এলাকার বাসিন্দারা অভিযোগ করছে, বেশ কিছু যুবক মোটরবাইকে করে দোকানদারদের ব্যবসা বন্ধ রাখতে বলছে। ওই যুবকরা কারা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব (পরিকল্পনা ও উন্নয়ন) রোহিত কানসাল জানান, আপাতত কাশ্মীরের কোনো জায়গা থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আরো জানান, কাশ্মীর উপত্যকায় ল্যান্ডলাইন পরিষেবা সম্পূর্ণ চালু করার জন্য পুরোদমে কাজ করছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)।
এদিকে গতকাল রোববার জম্মুতে ফের বন্ধ করে দেওয়া হয় মোবাইলের টু-জি পরিষেবা। বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চালু করা হয় বিধি-নিষেধ।
এ ব্যাপারে জম্মুর প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জম্মুতে ফোন চালু করলেই বিভিন্ন এলাকায় গুজব ছড়াতে শুরু করে। বেশ কয়েকটি জায়গায় পাথর ছোঁড়ার ঘটনাও ঘটেছে। এ জন্য মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে আবারও বন্ধ করে দেওয়া হয় মোবাইলের টু-জি পরিষেবা। সেইসঙ্গে আবারও শুরু হয় বিধি-নিষেধ।