বাবাকে টুকরা টুকরা করে আটটি বালতিতে ভরে পলাতক ছেলে

প্রথমে খুন এরপর বাবার শরীর কেটে টুকরা টুকরা করে আটটি বালতিতে ভরে রেখেছে ছেলে। এছাড়াও তাকে এই কাজে সাহায্য করতে মা ও বোনকে জোর করেছে সেই ছেলে। এমনই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দরাবাদের মালকাজগিরি অঞ্চলে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ৮০ বছর বয়সী ওই মৃতের নাম মারুতি কিষান। তিনি রেলের সাবেক কর্মী ছিলেন। খুনের দায়ে অভিযুক্ত ছেলের নাম কিষান। পরিবারের সঙ্গে প্রায়শই টাকা নিয়ে ঝগড়া হত কিষানের। খুনের ঘটনার সূত্রপাত ঘটেছিল ঝগড়া থেকেই।
পুলিশ জানায়, কিষান বিষাক্ত ধুতুরা ফুল মিশিয়ে দেয় বাবার পানীয়তে। উদ্দেশ্য ছিল গভীর ঘুম হবে। কিন্তু এর ফলে ওই ব্যক্তির মৃত্যু হওয়ায় রান্নাঘরের ছুরি দিয়ে বাবাকে টুকরা কেটে ফেলে কিষান।
অভিযুক্তর মা ও বোন স্বীকার করেছেন, তারাও অনিচ্ছাবশত এই কাজে তাকে সাহায্য করেছেন। ভয় দেখিয়ে তাদের এ কাজ করানো হয় বলে জানিয়েছেন তারা। পাশাপাশি প্রতিবেশীদের কাউকে কিছু জানাতেও নিষেধ করে সে। ছেলে মদের নেশা করত ও নিয়মিত পরিবারের উপর অত্যাচার করত বলে জানা গেছে।