ডেকে নিয়ে যুবককে কুপিয়ে খুন করল সাবেক প্রেমিকা

প্রেমিককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকার বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ভারতের আসামে। নিহত ওই যুবকের নাম মুহিদুল ইসলাম ও অভিযুক্ত তরুণীর নাম রুনুমা আহমেদ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজ এক প্রতিবেদনে জানায়, সোমবার মুহিদুল ইসলামের সঙ্গে দেখা করার জন্য তাকে আসামের বাউশি বানিকান্ত কাকাতি কলেজে ডেকে আনেন রুনুমা। সাবেক প্রেমিকার সঙ্গে দেখা করতে আসার সময় সঙ্গে এক বন্ধুকেও নিয়ে আসেন মুহিদুল।
কিন্তু মুহিদুলের সঙ্গে ব্যক্তিগত কথা বলার নাম করে তার বন্ধুকে চলে যেতে বলেন রুনুমা। যখনই মুহিদুলের বন্ধু সেখান থেকে চলে যান, তখনই রুনুমা ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে কুপিয়ে আহত করেন মুহিদুলকে।
পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মুহিদুলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে রুনুমা পলাতক রয়েছেন।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, মুহিদুলের সঙ্গে রুনুমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু রুনুমাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করেছিলেন মুহিদুল। এই কারণেই মুহিদুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।