চুইংগাম না খাওয়ায় স্ত্রীকে তিন তালাক!

চুইংগাম অনেকে খুবই পছন্দ করে। আবার অনেকে এটা খেতে একেবারেই পছন্দ করে না। আর এবার চুইংগাম না খাওয়ার কারণে স্ত্রীকে তিন তালাক দিলেন তাঁর স্বামী।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজ এক প্রতিবেদনে জানায়, স্বামী তাঁর স্ত্রীকে চুইংগাম দিয়েছিলেন খাওয়ার জন্য। কিন্তু ওই নারী চুইংগাম খেতে রাজি না হওয়ায় তখনই তাঁর স্বামী তাকে তিন তালাক দিয়ে দেন।
খবরে বলা হয়, গত সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের লাখনউ শহরের একটি আদালত প্রঙ্গণে। ওই নারী, সিম্মি রশিদ, তাঁর শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে করা যৌতুকের মামলার শুনানির জন্য স্বামী সাইদ রশিদের সঙ্গে আদালতে যান। সেখানে তাঁর স্বামী তাকে চুইংগাম দিয়েছিলেন খাওয়ার জন্য। কিন্তু সিম্মি রশিদ চুইংগাম খেতে রাজি না হওয়ায় তখনই সাইদ রশিদ তাকে তিন তালাক দেন।
খবরে আরো বলা হয়, ২০০৪ সালে সাইদ রশিদের সঙ্গে বিয়ে হয় সিম্মির। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে যৌতুকের জন্য অত্যাচার শুরু করে। সে কারণে সিম্মি শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে একটি মামলা করেন। আর এবার সেই মামলার শুনানিতে গিয়েই তিন তালাকের স্বীকার হলেন তিনি।