মাঝ রাস্তায় ডিম পাড়তে বসেছে কিং কোবরা, ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগের মাধ্যমে এবার চর্চিত বিষয় হয়ে উঠেছে এক কিং কোবরার ডিম পাড়ার ভিডিও। মাঝ রাস্তায় বহাল তবিয়তে ফনা তুলে ডিম পাড়ছে এক কিং কোবরা। ১.২১ মিনিটের ওই ভিডিওটিতে দেখা যায় ১৩টি ডিম পেড়েছে এই মা সাপটি।
সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, ভাইরাল ভিডিওটি ধারণ করা হয়েছে ভারতের কর্নাটক রাজ্য থেকে। আর ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন সেখানকার এক শিক্ষক।
ওই শিক্ষক জানিয়েছেন, তাঁর ঘরেই প্রথমে ঢুকে বসেছিল সাপটি। কিন্তু তিনি সাপটিকে তাড়া করে বাইরে বের করে আনেন। তারপর সাপটি রাস্তার গিয়ে ডিম পাড়তে শুরু করে। তিনি আরো জানান, সাপটি সম্ভবত ডিম পাড়ার জন্য নিরাপদ জায়গা না পেয়ে তাঁর ঘরে ঢুকেছিল। কিন্তু সেখানেও জায়গা না পেয়ে রাস্তায় গিয়ে ডিম পাড়তে বাধ্য হয় অসহায় এই মা সাপটি।
পরবর্তীকালে স্থানীয় একজন স্বর্প বিষারদ এসে ডিমসহ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং ডিমগুলোকে উদ্ধার করে ‘স্নেক ক্যাচার’-এ নিয়ে যাওয়া হয়। স্নেক ক্যাচার কর্তৃপক্ষ জানিয়েছে, ডিম ফুটে গেলে সময়মতো ১৩টি কোবরা সাপকেই ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।