আগের জন্মের স্বামী পরিচয় দিয়ে একাধিক নারীর সর্বনাশ করল জ্যোতিষী!

তিনি একজন জ্যোতিষী। তিনি নাকি হাত দেখে সবার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারেন। আর তার কাছে কোনো নারী হাত দেখাতে এলে বলে দেন আগের জন্মের কথাও। প্রতিটি নারীকে অবশ্য একই কথা বলেন তিনি।
সব নারীকে এই জ্যোতিষী বলেন, ‘আমি আগের জন্মে তোমার স্বামী ছিলাম।’ এই কথা বলে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ উঠেছে এই জ্যোতিষীর বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, প্রথমে এই জ্যোতিষী নানা ছল-চাতুরি করে নারীদের মগজ ধোলাই করতেন। তারপর প্রেমের জালে ফাঁসিয়ে সর্বনাশ করতেন।
খবরে বলা হয়, ভারতের বেঙ্গালুরু থেকে এই প্রতারক জ্যোতিষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই জ্যোতিষীর নাম ভেঙ্কট কৃষ্ণাচারিয়া। তিনি শ্রীনিবাসনগরের বাসিন্দা।
প্রতারণার সময় নারীদের একটি সংগঠন তাকে বুধবার হাতেনাতে আটক করে। তারপর শুরু হয় গণধোলাই। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে এক নারী তাকে পুলিশের হাতে তুলে দেন।
খবরে বলা হয়, ওই দিন একটি ঘরে এক নারীর মগজধোলাই করছিলেন কৃষ্ণাচারিয়া। এমনকি ওই নারীকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই নারীর নামে একটি ঋণও নেন কৃষ্ণাচারিয়া।