যেখানে হিন্দু-মুসলিম একসঙ্গে পালন করেন জন্মাষ্টমী!

ভারতের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী একটি। আজ শুক্রবার ভারতে জাঁকজমকভাবে পালিত হচ্ছে দিনটি। তবে এই দিনে ভারতের অন্য অঞ্চলগুলো থেকে কিছুটা ব্যতিক্রম উত্তরপ্রদেশের আগ্রা নগরী। এ নগরের খেরিয়া মোড় এলাকায় একসঙ্গেই জন্মাষ্টমী পালন করে আসছেন হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীরা, তাও আবার ১৫ বছর ধরে। আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. শাদিল কুরেশি বলেন, ‘আমরা কয়েক মাস আগে থেকেই দিনটি উপলক্ষে প্রস্তুতি শুরু করি। আমরা সবাই সাজসজ্জা থেকে শুরু করে সবকিছু ভাগ করে নিয়ে কাজ করি। আমাদের বিশ্বাস, উৎসব উদযাপনে কোনো ধর্ম বা বর্ণভেদ নেই। পনেরো বছর ধরে এভাবেই এখানে পালিত হয়ে আসছে জন্মাষ্টমী। আমরা চাই, দেশজুড়ে হিন্দু-মুসলিম এভাবেই যেন পালন করেন এ উৎসব।’
উৎসবের আয়োজনকারী কমিটির সভাপতি হরিশঙ্কর শুক্লা জানান, এ প্রচেষ্টার মাধ্যমে প্রেম ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে চান তাঁরা। তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক ভাবনা হলো, সমাজের সবাইকে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে বাঁচতে হবে। সারা বছর ধরে আমরা বিভিন্ন উৎসব আয়োজন করি, যা আমরা একসঙ্গেই উদযাপন করি। সমাজের সবাই যদি ভালোবাসা ও স্নেহের সঙ্গে জীবনযাপন করে, তাহলেই একটি জাতির উন্নতি সম্ভব। আমরা এভাবেই ১৫ বছর ধরে জন্মাষ্টমী উদযাপন করে আসছি। দিনটি উপলক্ষে সবাই একসঙ্গেই কাজ করি।’